পূর্ব মেদিনীপুরভগবানপুর

বিজেপি কর্মীদের উপর হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর: ভগবানপুর বিধানসভা এলাকার বিভিন্ন বিজেপি নেতাকর্মীদের পরিবারের লোকজনের ওপর ভূপতিনগর থানার পুলিশের অত্যাচারের অভিযোগ আনলেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তার অভিযোগ, গত কয়েক দিন ধরে ভগবানপুর বিধানসভার জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দেবনাথ পাড়ায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে যাচ্ছেন ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক। সেখানে বিজেপি কর্মীদের বাড়ির মহিলাদের সাথে দুর্ব্যবহারেরও অভিযোগ করছেন তিনি। ভূপতিনগর থানার ওসি সাধারণ গ্রামীণ মহিলাদের সাথে কিভাবে কথা বলছেন তার এক টুকরো ভিডিও ইতিমধ্যেই নিজের এক্স হেন্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তপশিলি পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহারের পাশাপাশি বিজেপি কর্মীদের বাড়ির রান্না করা খাবার নষ্ট করে দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়েছেন বিজেপি। সাধারণ মানুষের সাথে পুলিশের এমন ব্যবহারের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোস্যাল মিডিয়াতে সরব হয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *