কাঁথিপূর্ব মেদিনীপুররাজনীতি

বিজেপির কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হল কাঁথিতে

নিজস্ব প্রতিনিধি,কাঁথি:-আজ কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত কাঁথি তিন পশ্চিম মন্ডলের কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হলো কাঁথি পৌরসভার মহল অনুষ্ঠান ভবনে ।কার্যকর্তাদের সমবেত বন্দেমাতরম ধ্বনি ও জেলাসভাপতি সন্মানীয় সুদাম পন্ডিত মহাশয়ের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কার্যকারিনীর সুভারম্ভ ঘটে । এরপর কাঁথি তিন পশ্চিম মন্ডলের সভাপতি সন্মানীয় বিপুলেশ ধাড়া মহাশয় মন্ডল কমিটি , মোর্চা কমিটি,মন্ডলের অন্তর্গত জেলা কমিটির সদস্যগন সহ শক্তিকেন্দ্রের প্রমুখ এবং বুথ সভাপতি গনের সামনে আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার জন্য বিভিন্ন স্তরের নেতৃত্ব বৃন্দের আগামী দিনে ভুমিকা কী হবে তার রূপরেখা তৈরি করে দেন। মন্ডলসভাপিতর প্রস্তাবিক ভাষণের পর মন্ডলের সাধারণ সম্পাদক সন্মানীয় প্রদীপ মাইতি মহাশয় বিগত কার্যকারিনী বৈঠকের বিবরনী পাঠ করেন।এরপর জেলা সভাপতি সন্মানীয় সুদাম পন্ডিত মহাশয় সমাজের জন্য রাজনীতির আবশ্যকতার উপর বক্তব্য রাখেন ।জেলার অন্যতম সাধারণ সম্পাদক সন্মানীয় তাপস তলাই মহাশয় ভারতীয় জনতা পার্টির সাংগাঠনিক কাঠামো, আদর্শ,শৃঙ্খলা,ঐতিহ্য ও সংস্কৃতির উপর মার্ক দর্শন করেন ।তিনি উল্লেখ করেন ভারতীয় সনাতনী সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও বিস্তারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভুমিকা । তিনি আরও উল্লেখ করেন আন্তর্জাতিক স্তরে ভারতের সন্মান,শক্তি বৃদ্ধি সহ দেশের সার্বিক উন্নয়নের ছবি।তিনি আসন্ন পঞ্চায়েতে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির করনীয়তা সম্পর্কেও দীর্ঘ বক্তব্য রাখেন ।উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সন্মানীয়া সুমিতা সিনহা মহাশয়া তার রাজনৈতিক ও প্রশাসনিক দূরদৃষ্টির উপর বক্তব্য রাখেন । রাজ্যসভার সদস্য সোমনাথ রায় মহাশয় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন দর্শনের উপর বক্তব্য রাখেন । সন্মানীয় শ্রীকৃষ্ণ গিরি ও উৎপল গিরি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন। পার্টিকে প্রতিষ্টার জন্য যারা হার্মাদ তৃণমূল বাহিনীর কাছে প্রান দিয়েছে তাদের স্মৃতির স্মরণে শোক যাপন করা হয় , শোক প্রস্তাব পাঠ করেন সন্মানীয় অসিম মাইতি মহাশয় ।জেলা কমিটির সদস্য সন্মানীয় অমিও বিন্দু প্রধান মহাশয় আগামীর রাজনৈতিক প্রস্তাবের স্বার্থকতার উপর মার্ক দর্শন করেন ।মন্ডলসভাপিতর সমারোপ ভাষনের মধ্য দিয়ে কার্যকারিনী বৈঠকের সমাপ্তি ঘটে ।উপস্থিত ছিলেন মন্ডলের ইনচার্জ সন্মানীয় শশাঙ্ক শেখর মাইতি মহাশয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *