পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহাওড়া

বাহাত্তর ঘণ্টার পড়ে নড়েচড়ে বসলো প্রশাসন। আইনশৃঙ্খলা ভাঙার অভিযোগে মোট গ্রেফতার ৫৩ জন।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:-অবশেষে নড়েচড়ে বসলো হাওড়ার পুলিশ প্রশাসন। ৭২ ঘণ্টা বিক্ষোভের জেরে জেলার আইন শৃঙ্খলা প্রায় ভেঙে যেতে বসেছে। গতকাল দুপুর থেকেই নতুন করে পাঁচলা, রনিহাটি, উলুবেরিয়ার বিস্তীর্ণ এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের উপরেও ইট পঠন করে বিক্ষোভকারীরা। পুলিশের বেশ কয়েকজন এই হ্যামলেট আহত হন বলেই পুলিশ সূত্রে খবর। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের গাড়ি, বাইক ভাঙচুর ও তাতে আগুন জ্বালানোর ঘটনাও ঘটে। পুলিশের কিয়স্ক ভাঙচুর করে তা জ্বালিয়ে দেওয়া হয়। সন্ধ্যেবেলা হাওড়া গ্রামীণ বিজেপির সদর দফতর একটানা ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে আগামী ১৩ তারিখ সকাল ৬ টা অব্দি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে জেলা জুড়ে। ১৪৪ ধারাও জারি হয়েছে জেলাতে। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই গতকালকে হাওড়ার শলপে পুড়িয়ে দেওয়া হয়েছিল বহু দোকান। আজকে ঘটনাস্থলে আসেন হাওড়ার নগরপালসহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। তাঁরা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।নুপুর শর্মা বিতর্কে কেন্দ্র করে হাওড়া শহরে গত দু’দিন ধরে যে তাণ্ডবলীলা চলল। এই ঘটনায় হাওড়ার পুলিশ ৫৩ জনকে গ্রেফতার করে। উলুবেড়িয়ার তিনজন। রাজাপুর ৫ জন। পাঁচলা থানা থেকে ২২জন। ডোমজুড় থানা এলাকাতে ৫ জন। সাঁকরাইল থেকে ১৮ জনকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। এদেরকে গ্রেফতার করার পরই আজ হাওড়া আদালতে তোলা হয়েছে এবং সেক্ষেত্রে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা আদালত। ডোমজুড়ের উনসানি এলাকায় উত্তপ্ত ছবি এখন স্বাভাবিক রয়েছে। হাওড়া শহরে উনসানি এলাকায় পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে ও অশান্তি না করার উদ্দেশ্যে পুলিশ মাইকিং চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *