জেলাব্রেকিং নিউজ

বাল্যগোবিন্দপুর জ্ঞ্যান কর্ম বিদ্যাপীঠ ও এগরা জ্ঞান্দীপের যৌথ উদ্যোগে পটাশপুরে বন্যার্তদের মাঝে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প।

গত 16 সেপ্টেম্বর কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ভগবানপুর চন্ডিপুর সহ ও এগরার বিস্তীর্ণ এলাকা। বানভাসি হয়ে কয়েক হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। তাদের কে আগেই ত্রান সামগ্রী বিতরণ করেছে ঐ সংস্থা। এখন আস্তে আস্তে জল কমতে শুরু করলেও দেখা দিয়েছে নানা ধরনের রোগের উপদ্রব। এবার এই সমস্ত এলাকায় বন্যা দুর্গতদের চিকিৎসা পরিসেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করল বাল্যগোবিন্দপুর জ্ঞান কর্ম বিদ্যাপীঠ ও এগরা জ্ঞ্যানদ্বীপ। বৃহস্পতিবার পটাশপুর দু’নম্বর ব্লকের বাল্যগোবিন্দপুর জ্ঞান কর্ম বিদ্যাপীঠের ময়দানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন বন্যাদুর্গতদের চিকিৎসা পরিষেবার জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক শান্তনু প্রধান , শিবায়ন শ্যাসমল, কানাইলাল দাস, ঋতায়ন শাসমল সহ এগরা মহাকুমার একাধিক চিকিৎসকেরা। এই ক্যাম্পে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য হাজির হন কয়েকশো বন্যা দুর্গত এলাকার মানুষ। এই ক্যাম্পের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পটাশপুর দু’নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত মন্ডল সহ এগরা মহাকুমা বহু চিকিৎসক ও শিক্ষকবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *