ব্রেকিং নিউজমালদা

বালুটোলা এলাকা শুনশান,আতঙ্কে এলাকাবাসী।

নিজস্ব প্রতিনিধি,মানিকচক:-শনিবার পর থেকে এখনো আতঙ্কে দিন গুজরান করছে বালুটোলা এলাকার বাসিন্দারা।গ্রাম ছাড়া প্রায় সব পুরুষ।এমনকি এলাকা ছেড়েছে অনেক মহিলারাও। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।শনিবারের সংঘর্ষে জড়িত থানা প্রায় সাতজনকে গ্রেপ্তার করে মালদা জেলা আদালতে পাঠিয়েছেন মানিকচক থানার পুলিশ।উল্লেখ্য,মানিকচকের বালুটোলায় প্রায় ৬৪ বিঘার একটি জমি বিবাদ ঘিরে সূএপাত।সেই জমি ও এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিন এবং গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি নাসির আলীর মধ্যে।সেই বিবাদ শনিবার সংঘর্ষের চেহেরা নেই।চলে বোমাবাজি,একাধিক ঘরবাড়ি ভাঙ্গচুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশি অভিযানে পরিস্থিতি সামাল দিলেও চাপা উওেজনা থেকেই যায়।সংঘর্ষ যাতে আবরো না বাঁধে তার জন্য এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।স্থানীয় বাসিন্দা জাসমিন বলেন, শনিবার ঘটনার পর থেকেই গ্রাম পুরো ফাঁকা।বাচ্চারাও বাইরে বেরতে সাহস পাচ্ছে না।পুরো গ্রাম পুরুষ শূন্য।এদিকে,ঘটনার পরেরদিন থেকেই উওপ্ত রয়েছে বালুটোলা গ্রাম।আবারো যাতে নতুন করে সংঘর্ষ না বাঁধে এলাকায় মোতায়েন রয়েছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *