জেলাপূর্ব মেদিনীপুররাজনীতি

বারাসত জেলা বিচারপতির উপস্থিতিতে আনিশ খানের পিতা করবেন টিআই প্যারেড।

নিজস্ব সংবাদদাতা , পূর্ব মেদিনীপুর :: বৃহস্পতিবার রাতের পর আবার আজ দুপুরে সিটের তদন্তকারী অফিসারেরা আসে আনিশ খানের বাড়িতে। তারা তার পিতাকে টিআই প্যারেডের জন্য উলুবেড়িয়া সংশোধনাগারে নিয়ে যেতে চান। তবে তার শরীর অসুস্থ্য বলে টিআই প্যারেড যেতে অসন্মতির কথা জানান সালেম খান। এরপর তার ঘর থেকে নিচে নেমে সিটের আধিকারিকরা সাবির খান অর্থাৎ আনিশের দাদার সঙ্গে কথা বলেন। সিটকে সাবির খান জানান তাদের উকিল আসছেন। সে এসে পৌঁছলেই তারপরে তারা রওনা দেবেন। তাই আনিশের বাড়িতেই এখন অপেক্ষা করছেন সিটের আধিকারিকরা। সিট সূত্রে জানা যাচ্ছে আজকে টিআই প্যারেডে ঘটনার রাত্রে ধৃত দুই পুলিশকর্মীদের সনাক্ত করার কাজ সম্পূর্ণ হবে। তবে সেদিন রাতে আনিশের বাড়িতে ধৃত দুই পুলিশকর্মী উপস্থিত ছিলেন কিনা, বা সালেম খান তাদের সনাক্ত করতে পারেন কিনা সেই বিষয়ে এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছে না আধিকারিকরা। আজকের টিআই প্যারেড সম্পূর্ণ হলেও যদি এই দুজনের মধ্যে কেউ সনাক্ত না হয় সেক্ষেত্রে তদন্তের মোড় অন্যদিকে ঘুরতে পারে বলেই মনে করছেন সিটের আধিকারিকরা। সেক্ষেত্রে আনিশের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা ও মৃত্য আনিশের মৃতদেহ পুনরায় কবর থেকে তুলে তার ময়নাতদন্তের যে নির্দেশ গতকাল কলকাতা হাই কোর্ট দিয়েছিল সেই প্রক্রিয়াগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করতে চাইছেন সিটের কর্তারা। যদিও আনিশের পরিবার কোর্টের নির্দেশের পরেও সিবিআই তদন্তের পক্ষেই সওয়াল করছেন। পাশাপাশি কলকাতা হাই কোর্ট সিটের তদন্তের উপরে আপাতত ভরসা রাখার সিদ্ধান্তে অনেকটাই মনক্ষুণ্ণ বলেই পরিবার সূত্রে জানা যাচ্ছে। হাওড়া কোর্টের তিনজন আইনজীবীকে নিয়ে আনিশ খানের পিতা সালেম খান, তার দাদা সাবির খান সহ সিটের সদস্যরা তিনটে নাগাদ রওনা হন উলুবেড়িয়া উপ সংশোধনাগারের উদ্দেশ্যে। সেখানে উপস্থিত থাকবেন বারাসত কোর্টের বিচারক। তার উপস্থিতিতেই হবে টিআই প্যারেড বলে সিট সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *