পশ্চিম মেদিনীপুর

বাম সংগঠনের আইন অমান্য কর্মসূচিকে ঘিরে মেদিনীপুরে কালেক্টরেট চত্বরে হুলুস্থূল কান্ড!

পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রের শ্রমকোড বাতিল সহ একাধিক বিলের প্রতিবাদে দেশজুড়ে বামেদের আইন অমান্য কর্মসূচি ছিল মঙ্গলবার। সেই দাবির সঙ্গে সংযোজিত হয়েছিল এ রাজ্যের সন্দেশখালি ইস্যু। এমন একাধিক ইস্যুতে মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরে আইন অমান্য কর্মসূচি ছিল ডিওয়াইএফআই ও সিপিআইএম এর পক্ষ থেকে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ। সেই আইন অমান্য কর্মসূচিতে এসে ধন্ধুমার কান্ড বেধে যায় কালেক্টরেট প্রবেশপথে। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাম কর্মীদের। ক্ষোভ উগরে দেন পুলিশি নিষ্ক্রিয়তার ও পক্ষপাতিত্বের অভিযোগ করে পুলিশের বিরুদ্ধে। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ উত্তেজনা। পুলিশের সাথে দীর্ঘক্ষণ চলে ধস্তাধস্তি। যুব মহিলা কর্মীদের দাবি সেই ধস্তাধস্তিতে টানা হেঁচড়া পর্যন্ত করা হয়েছে মহিলা যুবকর্মীদের। তবে অনেকটা পরে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *