রাজ্যশীর্ষ খবর

বাজি নির্মাতাদের হাতে-কলমে পরিবেশ বান্ধব সবুজ বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে রাজ্যে

নিউজ বাংলা লাইভ: রাজ্যের বাজি নির্মাতাদের, হাতে-কলমে পরিবেশ বান্ধব সবুজ বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। দ্বিতীয় দফায় আগামী ২৬ থেকে ৩০শে জুলাই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে বলে পরিবেশ দফতর সূত্রে জানা গেছে। জাতীয় পরিবেশ প্রকৌশল এবং গবেষণা প্রতিষ্ঠান-নিরির বিশেষজ্ঞরা বাজি উৎপাদকদের এই দূষণমুক্ত বাজি তৈরির প্রশিক্ষণ দেবেন। বিভিন্ন জেলার ২০০ বাজি নির্মাতা সংস্থার প্রতিনিধিরা ওই শিবিরে অংশ নেবেন বলে জানা গেছে। তাদের হাতে কলমে দূষণ সৃষ্টিকারী বেরিয়াম নাইট্রেট মুক্ত ফুলঝুরি, তুবড়ি, রঙমশাল ইত্যাদি বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে গত বছর ডিসেম্বর মাসে ওই জেলারই বজবজে একই ধরণের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার শতাধিক বাজি উৎপাদক সংস্থার প্রতিনিধি ওই কর্মশালায় অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *