জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজময়না

বাকচায় বস্তাভর্তী বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ময়না , নিজস্ব প্রতিনিধি :: আবার সংবাদের শিরোনামে পূর্ব মেদিনীপুর এর ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত ৷ আজ ময়নার বাকচার গোবরাদন গ্রামের এক ব্যক্তির বাড়ির পেছন থেকে বস্তাভর্তি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি উদ্ধার করে ময়না থানার পুলিশ। আর এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি বোমাগুলি স্থানীয় তৃণমূল নেতা সাহেব ঘড়া-র বাড়ির পেছন থেকে উদ্ধার হয়। স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেয়। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বোমের আঘাতে দশজন বিজেপির কর্মী সমর্থক আহত হয়েছে। তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপির কার্যকর্তা কর্মী সমর্থকের বাড়ি বাড়ি আক্রমণ করছে। গোড়ামাহালের এক বয়স্ক মহিলা সরলা মিদ‍্যা বোমার আঘাতে কপাল ফেটেছে বলে দাবি করা হয়েছে। তিনি বলছেন যে তিনি ধান জমি থেকে বাড়ী ফিরছিলেন ঠিক সেই সময় তার বাড়ী লক্ষ্য করে বোম ফেলা হয়। রাস্তায় কিছুই দুষ্কৃতিকে বোম্ব ও বন্দুক হাতে এলাকা দাপিয়ে বেড়াতে দেখা যায় ৷ এবং বাড়ী লক্ষ্য করে বোম্ব ফেলার আওয়াজ পাওয়া যায৷ বিজেপির তমলুক জেলা সংগঠনের সহ-সভাপতি আশীষ মন্ডল বলেন, তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করলেও বাকচাকে বিজেপিমুক্ত করতে না পারলে বোধহয় রাজনৈতিক পরিপক্কতা বা পরিপূর্ণতা প্রাপ্ত হবেনা। তাই ময়না বিধানসভার বাকচাকে বোমার ভাণ্ডার করেছে। পুলিশকে সঙ্গে নিয়ে দুষ্কর্ম করে যাচ্ছে। অবিলম্বে বাকচাকে দুষ্কৃতীমুক্ত করতে হবে ও শান্তি ফিরিয়ে দিতে হবে। আমাদের একজন কর্মী মধুসূদন হাইৎ কে বাকচা ভঞ্জপাড়া থেকে তুলে নিয়ে গিয়েছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।
এদিকে তৃনমূলের জেলা কৃষি কর্মদক্ষ সেক সাজাহান বলেন, ঐ বোম্ব গুলি বিজেপি কর্মীর বাড়ী থেকে পাওয়া গেছে ৷ ময়নার বিধায়ক অশাক দিন্দা ঐ বোম্ব গুলি সরবরাহ করেছে। বাকচা এলাকাকে অশান্ত করার জন্য এইরূপ কাজ করছে। অন্যদিকে মায়নার সহ সভাপতি সুব্রত মালাকার বলেন, বিজেপি আগের দিনের দুষ্কর্ম ঢাকার জন্য আমাদের কর্মীর রাড়ীতে বোম্ব গুলি রেখে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *