পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজমহিষাদল

বাংলা আবাস যোজনার বাড়ির দ্বারোদঘাটন, রাজ্য সরকারের একাধিক প্রকল্পের পরিষেবা পেয়ে খুশি সাধারন মানুষ

নিজস্ব প্রতিনিধি মহিষাদল, গত তিন বছর পূর্ব মেদিনীপুর জেলায় বাংলা আবাস যোজনায় প্রায় পৌনে দু লক্ষ বাড়ি অসম্পূর্ণ ছিল। কেউ প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ শুরু করার পর তা বেশি দূর এগিয়ে নিয়ে যায়নি। আবার কেউ কেউ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির কাজ সম্পূর্ণ করেননি। আরো কয়েক হাজার উপভোক্তা টাকা পেলেও এই কাজে হাত দেন নি। এইরকম অসম্পূর্ণ বাড়ির উপভোক্তাদের চিহ্নিত করে তাদের বাড়ির কাজ একসঙ্গে শেষ করার জন্য “গৃহপ্রবেশ” নামক বিশেষ কর্মসূচি নিয়ে ছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আপাতত এই রকম অসম্পূর্ণ এক লক্ষ ৭৬ হাজার বাড়ি সম্পূর্ণ হয়েছে। সোমবার বাংলা আবাস যোজনার সম্পন্ন হয়ে যাওয়া বাড়িগুলির গৃহ প্রবেশ করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিশ সুপার কে অমনাথ,অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগারওয়াল, এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, বিডিও যোগেশ মন্ডল, জয়েন্ট বিডিও বনমালী হালদার মহিষাদল ব্লক এর লক্ষ্য ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা মাইতি উপপ্রধান সুদর্শন মাইতি সহ অন্যান্যরা। এদিন মহিষাদল ব্লকের লক্ষ্যা-২ গ্রামপঞ্চায়েতের এলাকায় একাধিক বাড়ির দ্বারোদঘাটন হয়। বাড়িগুলিকে সাজিয়ে ফিতে কেটে, নারকেল ফাঁটিয়ে গৃহকর্তাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে বাংলা আবাস যোজনার দ্বারোদঘাটন হয়। এদি প্রাপকরা রাজ্য সরকারের একাধিক প্রকল্পের পরিষেবা পেয়ে ভীষণ খুশি। মাথার উপর ছাদ, লক্ষ্মীর ভান্ডারের অর্থ, ফ্রীতে রেশন সহ একাধিক প্রকল্পের পরিষেবা পেয়ে রাজ্য সরকারকে সাধুবাদ জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *