জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজমালদা

বসন্তের ছোঁয়া লেগেছে মানিকচকের মথুরাপুরে।

পার্থ ঝা,মানিকচক :: ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানটি শুনলে মনে পড়ে যায় বসন্ত এসে গেছে। কোকিলের গুঞ্জন, আম্রমুকুলের গন্ধ, নানান পাখির সুন্দর স্বরে, ফুল ফলে
প্রকৃতি সুন্দর হয়ে সেজেছে, এরই মাঝে রঙের ছোঁয়ায় মেতে উঠেছে আট থেকে আশি। মথুরাপুর শিল্পী পরিষদ ক্লাব এন্ড লাইব্রেরী প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্ত উৎসব পালন করল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মথুরাপুরের সারা অঞ্চল বসন্তের রঙে মাতিয়ে তুললেন সকলে। সংগীতের তালে তালে আবির খেলার মধ্যে দিয়ে বসন্তকে আহ্বান করলেন সকলেই। তবে বিগত বছরগুলোতে করোনা আবহ থাকায় সেরকম ভাবে কেউ বসন্ত উৎসব পালন করতে পারেননি। তবে এ বছর প্রশাসনিক সেরকম বাধা-নিষেধ না থাকায় সারা অঞ্চল বসন্তের রঙে রাঙিয়ে তুলল সকলেই। নিজের মনে কোন গুঞ্জন না রেখেই পায়ে পা মিলালেন সকলেই এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। এরকম শোভাযাত্রা দেখতে পেয়ে খুশি এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *