Breakingকলকাতারাজ্যশিক্ষা

ববিতা সরকারের করা মামলায় স্কুল সার্ভিস কমিশনকে OMR শিট কোর্টে জমা করার দাবী!বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ বাংলা লাইভ: ববিতা সরকারের করা মামলার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করতে হবে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী উত্তরপত্র প্রকাশে কোনও অসুবিধা নেই। তবে, তার ওপর ভিত্তি করে কারও চাকরি এখনই বাতিল করা যাবে না। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্য একটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলার অগ্রগতির দিকে লক্ষ্য রেখে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারবে সিঙ্গল বেঞ্চ।

গত ৭ ই জুলাই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁদের এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র, এস এস সি-কে প্রকাশ করতে হবে। পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম- সহ ৯০৭ জনের তালিকা প্রকাশ করতে হবে, যাঁদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। উল্লেখ্য, আদালতে মামলা হলে বে-আইনীভাবে নিয়োগের অভিযোগে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারির মেয়ে অঙ্কিতার চাকরি বাতিল করে ববিতাকে তা দেওয়া হয়। পরে ববিতারও চাকরিও বাতিল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তা পান অনামিকা রায় নামে এক চাকরি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *