Breakingকাঁথি

বনমালীচট্টা হাইস্কুল এনএসএস ইউনিটের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো

নিউজ বাংলা লাইভ : সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম ও মূল্যবোধের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশ দূষণ রোধের লক্ষ্যে কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুল এনএসএস ইউনিটের উদ্যোগে সোমবার বিকেলে আয়োজন করা হলো ৫০-তম বিশ্ব পরিবেশ দিবস।

এই কর্মসূচীর অংশ হিসেবে ‘বিট প্লাস্টিক পলিউশন’—প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্কুল ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় তিনটি পর্বে কর্মসূচী সম্পন্ন করে এনএসএস স্বেচ্ছাসেবক ছাত্ররা। প্লাস্টিক জাতীয় বর্জ্য অপসারণ, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় সচেতনতা কর্মসূচী অভিযান পরিচালনা করেন এই ইউনিটের প্রোগ্ৰাম অফিসার শিক্ষক অজয় গিরি, অশোক বর্মন, সুমন দাস, সুপ্রকাশ প্রধান, মানিক বারুই সহ অন্যান্যরা। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা শিবিরে অংশগ্রহণ করে। সুজিত মণ্ডল, দেবব্রত দাস, সৌরভ বর্মন, সম্পদ মাইতি, অঙ্কন বর প্রমুখ ছাত্ররা পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *