পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

বড়দিনের আনন্দে মেতে উঠল নিমতৌড়ি হোমের আবাসিকারা।

নিজস্ব প্রতিনিধি, তমলুক : রাত পোহালেই বড়দিন পঁচিশে ডিসেম্বর বিশ্বের মানুষের কাছে এই দিনটির তাৎপর্য বিভিন্নভাবে তাই বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে এই দিনটি পালন করা হয়। 25 শে ডিসেম্বর বড়দিনে আনন্দের আমেজ ইতিমধ্যে শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা নিয়ে নানান নির্দেশিকা দেওয়া হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি শিথিল হয়েছে আমাদের রাজ্যে ।

রাজ্যের সর্বত্র বড়দিনের আমেজের অনুভূতি তাই আরো বেশি মাত্রা পেয়েছে। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি হোমের প্রায় দেড়শ জন আবাসিক ও কর্মীরা বড়দিনের খুশির আনন্দে মেতে উঠলো। বড়দিনের প্রাক্কালে সান্তাক্লস সেজে মাথায় টুপি, ক্রিসমাস গাছ সেখানে গান-বাজনা নাচে আত্মহারা ওরা সবাই। বড়দিনের কেক, মিষ্টিমুখ করানো হয় আবাসিকাদের। মিরা, মালেখা, মৌমিতা, পূজা, মর্জিনা, পায়েল, বর্ষা ও গঙ্গা আত্মহারা হয়ে ওঠে। হোম ক্যাম্পাস জুড়ে এখন শুধু বড়দিনের খুশীর আনন্দ।

সংস্থার সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানান যে হোম আবাসিকদের সব রকম আনন্দ দিতে আমরা বদ্ধপরিকর থাকি তাই এই আয়োজন শুধু কেক মিষ্টি গান বাজনা নয় বড় দিনের তাৎপর্য ওদের জানানো হয়েছে। করোনাকালে একঘেয়েমি থেকে ওরা একটু রেহাই পেলো সেটাই অনেক বড় প্রাপ্তি ওদের এই আনন্দ মজাই আরো বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ বেকারির দেওয়া বড়দিনের কেক ও চকলেটের সাহায্য। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

আগামী নববর্ষ ভালো কাটুক ও করোনামুক্ত পৃথিবী হোক এই প্রার্থনা করি প্রভু যিশুর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *