নন্দকুমারপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

ফের সেতু সংস্কারের দাবিতে আবার তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ করলো গ্রাম বাসীরা।

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার:-পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের ব্লকের দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সাউতানচক – ময়না রাজ্য সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের উপর চকচাঁদপোতা গ্রামবাসীরদের ভরসা একমাত্র কাঠের সেতু। প্রায় এক বছরের বেশি সময় ধরে ভগ্ন অবস্থা এই সেতুর। বর্তমানে সেতুর এক অংশ ভেঙে পড়েছে। সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র ছাত্রীদের, পান চাষীদের, এলাকার কর্মজীবি মানুষদের। এলাকাবাসীর অভিযোগ বারবার প্রশাসনের দারস্থ হওয়া সত্ত্বেও কোনো লাভ হয়নি। কাঠের সেতুর উপর পারাপার বন্ধ। বর্তমানে সেতুর সংস্কারের দাবিতে তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।এবং দুই ঘন্টার ও বেশি সময় ধরে চলে এই অবরোধ । তাদের দাবি কয়েকদিনের মধ্যে সেতু সংস্কার যদি না হয় তাহলে আবারো পথ অবরোধ চলবে। কিছুক্ষণ পর নন্দকুমার থানার পুলিশ আসে এবং সাত দিনের মধ্যে সেতু তৈরি করার আশ্বাস দেয় । সেই আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *