রাজনীতিরাজ্য

ফের শহরে অভিযান ইডির!

রাজ্য: গত ২০২২ সালে প্রথমবার সামনে এসেছিল রাজ্যের শিক্ষা দুর্নীতি। এই দুর্নীতি থেকে ধাপে ধাপে আরও বিভিন্ন দুর্নীতির খোঁজ পায় কেন্দ্রীয় সংস্থা। এই শিক্ষা দুর্নীতি নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয় জালে এসেছেন কল্যাণময় গাঙ্গুলী সুবিরেশ সিনহা মানিক ভট্টাচার্যের নতুন শিক্ষাবিদরা। শিক্ষা দুর্নীতি কাণ্ডে খোঁজ পাওয়া গিয়েছে বেশ কিছু মিডিল ম্যানদের। কয়েক হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে এই শিক্ষা দুর্নীতি কাণ্ডে এমনটাই আদালতে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি।

কলকাতা নিউ টাউন এর পাথরঘাটার মাজার শরীফ মোড়ে এবার এক পার্শ্ব শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়েছে ইডি। জানা গিয়েছে ওই পার্শ্বশিক্ষকের নাম আব্দুল আমিন। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে সূত্রমারফত। দক্ষিণ ২৪ পরগনার পাথরঘাটা হাই স্কুলের পার্শ্ব শিক্ষক পদে কর্মরত রয়ছেন তিনি। আজ সকাল থেকেই ইডির ৫ সদস্যের তদন্তকারী দল তার বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ফোন। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। ওই পার্শ্বশিক্ষক এবং তার বাড়ির অন্যান্য দের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে সেইসঙ্গে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধু ওই পার্শ্ব শিক্ষক নয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন খতিয়ে দেখতে মিডিলম্যান প্রসন্ন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ী ও কয়েকজন শিক্ষকের বাড়িতে চলছে এই অভিযান। নাগেরবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল আটটা থেকে অভিযান চালাচ্ছে ইডি। অন্যদিকে ডায়মন্ড সিটি নর্থ নামে একটি আবাসনে কুড়ি নম্বর টাওয়ারের ৭ নম্বর ফ্ল্যাটে প্রসন্ন রায় ঘনিষ্ঠ আর এক ব্যবসায়ির বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *