পশ্চিম মেদিনীপুর

ফের ভাদুতলার জঙ্গলে আগুন!বন্যপ্রাণের মারাত্মক ক্ষতি হচ্ছে জানালেন পরিবেশবিদেরা

পশ্চিম মেদিনীপুর: সোমবার সকালে ৬০নং জাতীয় সড়কের পাশে ভাদুতলার জঙ্গলে জ্বলে উঠলো আগুন! যার ফলে এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছে যান বন দফতর ও পুলিশ। খবর পেয়ে পৌঁছে দমকল।শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

বার বার জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে, দুষ্কৃতী ও কিছু অসাধু চক্র জঙ্গলে আগুন লাগিয়ে পরিবেশ তথা বন্যপ্রাণের মারাত্মক ক্ষতি করছে, এমনটাই আশঙ্খা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা। এই আগুন লাগার ঘটনায় ২০-২৫ একর জঙ্গলের সবুজ চারা গাছ পুড়ে ধূসর হয়ে গেছে।

বনদপ্তর সহ বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠনের তরফে এই বিষয়ে বার্তা দেওয়া হলেও, কিছু অসাধু ও দুষ্কৃতী মানুষ নিজেদের অজান্তেই জঙ্গলে আগুন লাগিয়ে পরিবেশ তথা বন্যপ্রাণের মারাত্মক ক্ষতি করছেন। এই বিষয়ে বনদপ্তরের তরফ যাতে শাস্তিমূলক কড়া ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়,সেই দাবিও তুলেছেন পরিবেশবিদেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *