ঝাড়গ্রামব্রেকিং নিউজরাজ্য

ফের ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে তছনছ চাষজমি !!

নিউজ বাংলা টুডে ডেস্ক: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের উওর বাকড়া এলাকার চাষের জমিতে তিন দিন ধরে হাতির তাণ্ডব। ২১ থেকে ২৫ একর চাষের জমি তান্ডবে নষ্ট করলো। ৩৫ থেকে ৪০ টা হাতির একটি দল রয়েছে। হাতির দল যেভাবে মাঠে গিয়ে পাকা ধান চাষের নষ্ট করছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার চাষীরা। বারবার বন দফতর কে জানানো সত্বেও ওই হাতির দলটিকে উত্তর বাকড়া এলাকা থেকে সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি বন দপ্তর। যখন চাষিরা মাঠ থেকে পাকা ধান বাড়িতে তোলার জন্য অপেক্ষা করছিলেন সেই সময় হাতির দল এসে মাঠে গিয়ে পাকা ধান চাষের ব্যাপক ক্ষতি করছে। যার ফলে ওই এলাকার চাষিরা চিন্তায় পড়েছেন। তাই ওই এলাকার চাষীরা বন দফতরের উপর ক্ষুব্ধ।

ওই এলাকার চাষীরা জানান ধার দেনা করে আমন ধান চাষ করেছিলেন। আমন ধানের চাষ এবছর ভালো হয়েছিল। কিন্তু হাতির দল এসে সব নষ্ট করে দিল। এখন কিভাবে ধান দেনা মেটাবো তা নিয়ে চিন্তায় পড়েছে। ওই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন উত্তর বাকড়া এলাকার গ্রামবাসীরা। হাতির দলকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে এবং ফসলের ক্ষতিপূরণ এর দাবিতে শনিবার খড়গপুর বনবিভাগের বারডাঙ্গা বিটের কার্যালয়ে বন দফতরের কর্মীদের অফিসের ভিতর আটকে রেখে বিক্ষোভ শুরু করেছে ওই এলাকার গ্রামবাসীরা। যার ফলে ওই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *