মালদাশীর্ষ খবর

ফের জেলা সফরে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, মালদা: কেন্দ্রীয় বিভিন্ন কাজকর্মের বিষয় খতিয়ে দেখতে মালদার মানিকচকে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধির দল। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, রাস্তা, পুকুর খনন সহ একাধিক কাজকর্ম বিষয় খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধির দলের সদস্যরা।

এদিন মানিকচক ব্লক অফিসে প্রথমে আসেন প্রতিনিধিরা, এরপর ধরমপুর গ্রাম পঞ্চায়েত অফিসে যান কেন্দ্রীয় প্রতিনিধির দলের সদস্যরা। পঞ্চায়েত অফিসে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তারা। ধরমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওহেদমারা, বড় বাগানসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তদন্ত করেন। কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত নির্মাণ হওয়া রাস্তা গুলিও খতিয়ে দেখেন। বেশ কিছু অভিযোগকারী কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে গেলে অভিযোগ ধরমপুর অঞ্চল প্রধান রবিউল ইসলাম তাদেরকে দেখা করতে দেননি।

অন্যদিকে রবিউল ইসলাম জানিয়েছে তারা অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তাই তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। এই নিয়ে সাময়িক উত্তেজনা ও সৃষ্টি হয় পঞ্চায়েত চত্বরে।

বিভিন্ন বিষয়ে তদন্ত করে অসন্তোষ বোধ করতে দেখা যায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের।এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও শ্যামল মণ্ডল সহ প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *