কলকাতাব্রেকিং নিউজ

ফের উর্ধমুখী করোনা গ্রাফ! উদ্বেগ সরকার।

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:-দেশে #COVID সংক্রমণ ফের উর্ধমুখী হওয়ায় উদ্বেগের মধ্যেই সরকার, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং প্রিকশান বা বুস্টার ডোজের মধ্যে ব্যবধান, ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করার সিদ্ধান্ত নিয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব এবং প্রশাসকদের গতকাল চিঠি দিয়ে জানিয়েছেন, টিকাকরণ সংক্রান্ত জাতীয় টেকনিকাল উপদেষ্টা গোষ্ঠী এনটিএজিআই-এর স্ট্যান্ডিং টেকনিকাল সাব কমিটি এই সুপারিশ করে। যা অনুমোদন করেছে এনটিএজিআই।ফলে ১৮ থেকে ৫৯ বছর বয়সী যে কেউ, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ২৬ সপ্তাহ বা ৬ মাস পূর্ণ হলেই বেসরকারি টিকাকরণ কেন্দ্রে গিয়ে প্রিকশন ডোজ নিতে পারবেন। ষাটোর্ধ নাগরিক, স্বাস্থ্যকর্মী ও সামনের সারির করোনা যোদ্ধারা তা নিতে পারবেন সরকারি টিকাকেন্দ্রে বিনামূল্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *