কলকাতাব্রেকিং নিউজ

ফের উত্তেজনা ছড়াল লোকসভা অধিবেশনে।

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:-লোকসভা দুপুর দুটো পর্যন্ত মুলতুবি থাকার পর অধিবেশন বসলে কংগ্রেস, ডিএমকে এবং বাম সদস্যরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। প্রিসাইডিং অফিসার বারবার উত্তেজিত সদস্যদের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানালেও তা বিফলে যায়। হৈ হট্টোগোল চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এর আগে, সকালে অধিবেশন বসার পরই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মূল্যবৃদ্ধির বিষয়টি উত্থাপন করতে চাইলে অধ্যক্ষ ওম বিড়লা তাতে অনুমতি না দিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। এরপরই কংগ্রেস, ডিএমকে এবং তৃণমূল কংগ্রেস সদস্যরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকলে চেঁচামেচির মধ্যেই অধ্যক্ষ সভার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। নিয়মানুসারে ভবনের ভেতরে প্ল্যাকার্ড আনার অনুমতি নেই বলে জানিয়ে শ্রী বিড়লা সভার কাজ প্রথমে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *