জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহাওড়া

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো হাওড়া জুট মিল।চরম বিপাকে হাওড়া জুট মিলের আড়াই হাজার শ্রমিক।

চন্দন পোল্লে , হাওড়া :: সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হল হাওড়া জুট মিলে। বৈদ্যুতিক ব্যবস্থার ত্রুটির অজুহাত দেখিয়ে মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কর্মহীন হয়ে পড়েন আড়াই হাজারের বেশি শ্রমিক। গতকাল সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলছে। এরপর আজকে সিআইটিইউর নেতৃত্বে কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। কর্মীদের অভিযোগ এই মিল লকডাউনের সময়কালে প্রায় ৯ মাস বন্ধ ছিল। তার আগেও বেশ কয়েকবার বন্ধ হয়েছে। কিছু মাস আগে খুললেও তারা সঠিক সময়ে তাদের পাওনা টাকা পেত না। এভাবে বারবার মিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন এখানকার শ্রমিক। ম্যানেজমেন্টের পক্ষ থেকে ঠিক কি কারণে অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল তা স্পষ্ট করেন নি ওই নোটিশে। যদিও ওই মিলে কর্মরত কর্মী শৈলেন্দ্র কুমার রায় দাবি করেন বিদ্যুতের সমস্যায় কথা জানিয়ে মিল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এখনও তাদের সাপ্তাহিক অর্থ তারা হাতে পান নি। এই অর্থ অবিলম্বে শ্রমিকদের দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি অবিলম্বে মিল চালু করতে রাজ্য সরকারের হস্তক্ষেপও দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *