খেলাধুলাদেশশীর্ষ খবর

ফুটবল বিশ্বকাপে বাধা ! পুনরায় কাতার বিতর্কে সমশ্যায় ফিফা

নিউজ বাংলা টুডে ডেস্ক : মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ আর তারই মধ্যে হামেশাই বাদছে নানান গণ্ডগোল ! তর্কের উপর পাল্টা তর্ক, ক্রমশই উতপ্ত হচ্ছে পরিবেশ। আর এসবের কারণ হিসেবে বার বার নাম উঠছে কাতারের। 2022 ফুটবল বিশ্বকাপের আয়োজন কাতারে করা হয়েছে জানা গেলে প্রথম থেকেই আপত্তি ছিল অনেক দেশের। কাতারের জলবায়ু ও সংস্কৃতি উপযুক্ত বলে মনে হয়নি অনেকেরই। তবে সেই সব বাধা পেরিয়ে পূর্বের সিদ্ধান্তই ছিল অটুট। সেই মতোই ইতিমধ্যে কাতারে শুরু হয়েছে বিশ্বকাপ। তবে কিছুদিন যেতে না যেতেই আসছে নানা বিপত্তি। আশঙ্কাই সত্যি হচ্ছে বাস্তবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েটরের কাছে কাতারের পরাজয় হয়।আর সেই রাগ থেকেই শুরু হয় প্রথম গণ্ডগোল। গ্যালারীর বাইরেও উপচে পরে ক্ষোভ। ওইদিন ম্যাচের শেষে কাতারের রাস্তায় বিপক্ষ দলের সমর্থকেরা বিজয় উল্লাসে গান করলে সেই শব্দ কানে আসতেই আপত্তি জানায় এলাকাবাসী। ইকুয়েটর সমর্থদের উপর নিষেধাজ্ঞা জারি করে কাতারের পুলিশ।

এছারাও বাইরের দেশের ভিন্ন ভিন্ন পোশাক নিয়েও আপত্তি জানায় কাতারবাসী। ওখানকার স্থানীয়দের মতে বিদেশের নানারুপ পোশাক আঘাত করছে তাদের নিজস্ব ধর্মীয় ভাবাবেগে। উদ্বোধনী ম্যাচে কাতারকে দুই শূন্য গোলে হারানোর পর ইকুয়েটরের সমর্থকরা গলা ছেড়ে গান গাইলে স্থানীয় মারফত আসে বাধা। বলা হয় সেই শব্দে প্রবল দূষিত হচ্ছে বাতাস। আর পরবর্তীতে তারই সূত্র ধরে এরূপ আচরনের উপর জারি হয় নিষেধাজ্ঞা।দোহার বাসিন্দাদের প্রবল আপত্তির জেরে সক্রিয় হয় পুলিশ। এমনকী শুধু এই ঘটনাতেই স্থগিত থাকেনি শোরগোল ! কাতারবাসির আপত্তি দেখা গিয়েছে আরও অনেক ক্ষেত্রেই। সম্প্রতি কাতারে এক বিশেষ গোষ্ঠীর সমকামী প্রচারকে ঘিরেও উওপ্ত হয়েছে পরিবেশ। আসলে কাতারের নিয়ম কানুন অন্যান্য দেশের থেকে অনেকটাই আলাদা। বেশিরভাগ ভিন্ন ধর্মী দেশের ক্ষেত্রেই যেটা অত্যন্ত অস্বস্তিজনক। বিশেষত কাতারে সমকামী সম্পর্ক চরম অপরাধ ! তাই খুব স্বাভাবিকভাবেই সেই দেশে এমন প্রচার কোনওভাবেই মেনে নিতে পারছেনা দেশবাসী। তাই এই ঘটনা জুড়ে দেশ জুড়ে চলছে তুমুল অশান্তি। উতপ্ত হচ্ছে কাতারের পরিবেশ তথা বিশ্বকাপ মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *