মানিকচকমালদাশীর্ষ খবর

ফাগুয়া উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পত্রিকা প্রকাশ

পার্থ ঝা,মানিকচক: মাতৃ ভাষা মাতৃ দুগ্ধ সমতুল্য। মাতৃভাষার মাধ্যমে আমরা নিজেদের মনের সঠিক বাহ্যিক প্রকাশ করে থাকি। ২০২১ সালে খোট্টা ভাষা ও সংরক্ষণ সমিতি গঠন হয়।আজ রবিবার বিকাল নাগাদ মালদার মানিকচকের বাকিপুর এলাকায় ফাগুয়া উপলক্ষে এক সাংস্কৃতিক ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান হয়।

আজ ২০২৩ সালের খোট্টা ভাষার মুখপত্র প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেশ জমজমাট আসর গড়ে ওঠে। খোট্টা সংস্কৃতির অন্যতম মূল্যবান সম্পদ ডোমনি ও নাটুয়ার আয়োজন করা হয় আজ।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোট্টা ভাষা ও সংরক্ষণ সমিতির সভাপতি হরিমোহন মন্ডল,যুগ্ম সম্পাদক ডক্টর অমরচন্দ্র কর্মকার, ডক্টর রিয়াজুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *