Breakingপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিককের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ,দুধ উৎপাদকরা

নিউজ বাংলা লাইভ : দুগ্ধ সমবায় সমিতির বকেয়া টাকার দাবিতে পটাশপুর দুই ব্লক প্রাণিসম্পদ দপ্তরের অফিসে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভ দেখালেন জেলার দুধ উৎপাদকরা।

আধিকারিককে অফিসে আটকে রাখা হয়।কেন্দ্রের কাছে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বাড়ির বকেয়া টাকা আদায় নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি। তখন রাজ্যের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুধের দাম বকেয়া থাকার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ও আন্দোলনে সামিল হল পূর্ব মেদিনীপুর জেলার দুধ উৎপাদকরা। তাম্রলিপ্ত মিল্ক ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর বিক্রমজিৎ চক্রবর্তীকে অফিসের মধ্যে আটকে রেখে অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতির অধীনে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতি কো-অপারেটিভ লিমিটেড এর অধীন পূর্ব মেদিনীপুর জেলার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রগুলি একে একে সবগুলি বন্ধ হয়ে গেছে। ফলে কাজ হারিয়ে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন দুগ্ধ উৎপাদক, প্রান্তিক গো-পালক, দুগ্ধ পরিবহন, দুগ্ধ শীতলীকরণ, প্রক্রিয়াকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন সহ এই শিল্পের সাথে যুক্ত শত শত মানুষ। গুজরাটের দুগ্ধ উৎপাদক সংস্থা আমুলের আদলে পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে উঠেছে তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতি কো-অপারেটিভ লিমিটেড বা সংক্ষেপে তামুল। পূর্ব মেদিনীপুর জেলার গো পালকদের উৎপাদিত দুধ স্থানীয় ছোট ছোট সমবায় সমিতির হাত ধরে পৌঁছয় স্থানীয় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে। সংগৃহীত দুধ সেখান থেকে চলে যায় তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতিতে। তারপর সেই দুধ চলে যায় মাদার ডেয়ারী’র কাছে। বর্তমানে যা বাংলা ডেয়ারী। এভাবেই চলছিল। কিন্তু, একে একে বন্ধ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সব কয়টি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র। বন্ধ হয়েছে দুধ সংগ্রহ। বন্ধ হয়েছে তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতি কো-অপারেটিভ লিমিটেডের অফিস। ফলে কাজ হারিয়ে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন দুগ্ধ উৎপাদক প্রান্তিক গো-পালক, দুগ্ধ পরিবহন, দুগ্ধ শীতলীকরণ সহ এই শিল্পের সাথে যুক্ত পূর্ব মেদিনীপুর জেলার শত শত মানুষ। প্রতিদিন গড়ে সাত থেকে আট হাজার লিটার পর্যন্ত দুধ প্রতিদিন সংগ্রহ হতো পূর্ব মেদিনীপুর জেলায়। ধাপে ধাপে তা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন দুগ্ধ উৎপাদনকারীরা। অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে গরু কিনেছিলেন। চরম সমস্যায় পড়েছেন সেইসব দুধ উৎপাদকরা। তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতি কো-অপারেটিভ লিমিটেডের অধীনে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে মোট চারটি দুগ্ধ শীতলীকরন কেন্দ্র। একটি ভগবানপুরের কাজলাগড়ে, দ্বিতীয়টি পটাশপুরের প্রতাপদিঘিতে,তৃতীয়টি কাঁথির ঘাটুয়াতে এবং চতুর্থটি দিঘার চাঁপাবনীতে। এখন সবগুলিই বন্ধ। শীতলীকরন কেন্দ্র বন্ধ হওয়ার ফলে কাজ হারিয়ে চরম সমস্যার মুখে পড়েছেন দুগ্ধ পরিবহন, দুগ্ধ শীতলীকরণের কাজে যুক্ত কর্মীরা। দুধ সংগ্রহ বন্ধ হওয়ায় চরম সমস্যার সম্মুখীন হয়েছে ছোট ছোট দুগ্ধ সমবায় সমিতি গুলো। হাজার হাজার টাকা বকেয়া থেকে গেছে দুধ উৎপাদক গো-পালকদের। লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে দুগ্ধ সমবায় সমিতির।এবার বকেয়া দুধের দাম আদায়ের দাবীতে আন্দোলনের পথে নামলো পূর্ব মেদিনীপুর জেলার দুগ্ধ উৎপাদন,পরিবহন, শীতলীকরণ ব্যবস্থার সাথে যুক্ত মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *