কাঁথিপূর্ব মেদিনীপুর

প্রয়াত কাঁথির ১ টাকার চিকিৎসক মলয় সাউ।

পূর্ব মেদিনীপুর: এক টাকার।কাঁথির এক টাকার ডাক্তার প্রয়াত হলেন। না ফেরার দেশে পাড়ি দিলেন, কাঁথির প্রবীণ ‘চিকিৎসক’ মলয় সাহু। এই মেডিকেল প্র্যাকটিশনার, কাঁথির চিকিৎসা জগতে ছিলেন প্রতিষ্ঠানসম। বিশেষত গরিব ও নিম্ন মধ্যবিত্তদের কাছে, তিনি ছিলেন ঈশ্বর তুল্য। একটা সময় তিনি চিকিৎসার জন্য এক টাকা ভিজিট নিতেন। এমনকি বহু গরীব দুঃখীকে তিনি বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দিতেন। ফলে একটা সময় তিনি কাঁথির মানুষের কাছে, এক টাকার ডাক্তার হিসেবে, পরিচিত হয়ে উঠেছিলেন। কাঁথি শহরে প্রখ্যাত চিকিৎসক অজিত সিংহের কাছেই প্রথমে সহায়ক হিসেবে কাজ করতেন মলয়বাবু। পরে নিজের বাড়িতেই ‘দুঃস্থ সেবাসদন’ নামে সেবা কেন্দ্র খোলেন। দীর্ঘদিন এখানে বসেই কাঁথিবাসিকে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। দিনে-রাতে যে কোন সময়ই ‘চিকিৎসক’ মলয় সাহুকে পেতেন অসুস্থ যে কেউ আর এটাই ছিল তাঁর চিকিৎসা পরিষেবার অন্যতম ইউএসপি। কাঁটা-ছেড়া, ভাঙা-ভাঙি থেকে স্যালাইন-অক্সিজেন, শ্বাসকষ্ট- সবেতেই পাওয়া যেতো মলয়বাবুকে। তাঁর প্রয়াণে কাঁথি এক প্রকৃত ‘চিকিৎসাবন্ধু’কে হারালো। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কাঁথি শহরের উদয়ন রোডের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধ্যজনিত অসুস্থতায় বাড়িতেই তার চিকিৎসা চলছিল। মৃত্যু কালে তিনি দুই পুত্র ও দুই কন্যা এবং স্ত্রী’কে রেখে গেলেন। রবিবার কাঁথির খড়্গচন্ডী মহাশ্মশানে মলয়বাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *