রাজ্য

প্রবল গরমে বাড়ল স্কুলের ছুটি, এক নজরে দেখে নিন।

গরমের ছুটি বাড়ল। তবে গরমের জন্যই নয়, এ ছুটি ভোটের জন্যও বটে। ভোটের জন্য ১২ দিন গরমের ছুটি বাড়ল। ১৯ এপ্রিল লোকসভার প্রথম দফার ভোট। এ রাজ্যে সাত দফায় লোকসভা ভোট হবে।

সেই সূচিকে সামনে রেখেই মধ্যশিক্ষা পর্ষদ তাদের ছুটির তালিকা তৈরি করেছে।১৬ এপ্রিল মঙ্গলবার থেকে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সমস্ত স্কুল বন্ধ থাকবে। প্রসঙ্গত, এই তিন জেলায় ভোট ১৯ এপ্রিল।২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল চারদিন দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুল ছুটি থাকবে। এই জেলাগুলিতে দ্বিতীয় দফায় ভোট। ভোট হবে ২৬ এপ্রিল।প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে একইসঙ্গে ছুটি থাকবে। তবে তা নতুন নয়। কারণ ভোটের সময় কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী আসবে।

তাঁদের থাকার ব্যবস্থা হয় সাধারণত স্কুলের মধ্যেই। সেই কারণে ওই এলাকার স্কুল বন্ধ থাকে। সুতরাং, উত্তরবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটির আগে অতিরিক্ত ছুটি মিলবে। এছাড়া ৬ মে থেকে ২ জুন পর্যন্ত টানা গ্রীষ্মের ছুটি থাকবে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে। হিসেব বলছে, শনি ও রবি ছাড়া ২২ দিন ছুটি স্কুলে। আর এর সাথেই উপড়ি পাওনা ভোটের ছুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *