ব্রেকিং নিউজহাওড়া

প্রধানমন্ত্রী আবাস যোজনার অভিযোগ তুলে গণডেপুটেশন বামেদের

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:-ডোমজুড়ের পরে এবার মাসিলা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ। বুধবার দুপুরে হাওড়া জেলা বামফ্রন্টের পক্ষ থেকে গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। মাসিলা গ্রাম পঞ্চায়েতে সামনে তুমুল বিক্ষোভের জেরে পঞ্চায়েত বন্ধ করে দেওয়া হয় বলেই সূত্রের খবর। মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গরীব মানুষের নাম ঘরের লিস্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এবং পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে বুধবারের এই কর্মসূচি বলেই জানান হয় স্থানীয় সিপিএমের পক্ষ থেকে। আজ পঞ্চায়েতের সামনে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি পালন হয়। পঞ্চায়েতের সামনে অস্থায়ী মঞ্চ থেকে পথসভা করা হয়। আবাস যোজনার থেকে বঞ্চিত অনেক সাধারণ মানুষ এই স্মারক লিপি জমার কর্মসূচিতে শামিল হয়। আর পঞ্চায়েতের সামনে তার যেরে তুমুল হইহট্টগোল শুরু হয়। বামফ্রন্টের কর্মীরা পঞ্চায়েতের সামনের প্রধান রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায়। যার জেরে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। বুধবারের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হয় পঞ্চায়েত অফিসের সামনে। যদিও বামেদের বুধবারের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো মন্তব্য করেনি মাসিলা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *