দার্জিলিংব্রেকিং নিউজরাজ্য

প্রতিবন্ধীদের হাতের তৈরি নানা সামগ্রী প্রদশর্নী হল হস্তশিল্প মেলায়

স্বপন পাল দার্জিলিং ,সম্প্রতি জেলা শিল্প কেন্দ্র দার্জিলিং এর উদ্যোগে প্রান্তিক গ্রামীণ এলাকার হস্তশিল্প কারিগরদের নিয়ে স্থানীয় গোর্খা রঙ্গমঞ্চের পরিসরে হস্তশিল্প প্রদর্শনী সম্পন্ন হয়েছিল। আমাদের দেশের বিভিন্ন রাজ্যের তাদের নিজস্ব হস্তশিল্প রয়েছে কোথাও গ্রামীণ ভিত্তিক কোথাও বা শহুরে ছোঁয়া রয়েছে। দক্ষিণের হস্তশিল্পের আর আমাদের রাজ্যের হস্তশিল্পের মধ্যে তারতম্য অনেক আমরা দেখতে পাই। সম্প্রতি শেষ হওয়া জেলা হস্তশিল্প প্রদর্শনী একটা ভিন্ন রূপ দেখতে পাওয়া গেছে অধিকাংশ স্টলগুলোতে মহিলা হস্তশিল্প কারিগর তাদের অনবদ্য শিল্পসম্ভার নিয়ে পসরা সাজিয়ে ছিল। একটি স্টলে বহু মানুষের ভিড় লক্ষ করা গেল স্টলটিতে খোঁজ নিয়ে জানা গেল নানান শিল্পসম্ভার এ সজ্জিত হস্তশিল্প গুলি একদল মুকবধির মানুষ তৈরি করেছে তারা সবাই প্রতিদ্বন্দ্বী আমরা 2021 কে বিদায় দিতে চলেছি আর কদিন পরেই নতুনকে সাদরে গ্রহণ করবে সবাই । প্রতি বছর 3রা ডিসেম্বরে ঘটা করে উদযাপন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস, প্রতিবন্ধী মানুষদের স্মরণ করে গুছিয়ে কথা বলা হয় নানা অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদযাপন কমিটির পক্ষ থেকে। কদিন পর তারা আর খোঁজ নেয় না, সেই সব অবহেলিত মানুষদের কথা বলতে না পারা, না শুনতে পাওয়া মানুষগুলি গুমড়ে মরার উপায় ছাড়া আর থাকেনা । এমন একজন মানুষ তার দলকে কিভাবে গড়ে তুললেন নিজের স্বনির্ভর করলেন শোনা যাক তাদের কথা ইন্টারপ্রেটর রাখি কি শোনালেন আমাদেরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *