বিনোদনহাওড়া

প্রচলিত বিদ্যুৎ ব্যবহার বর্জন করলো হাওড়া সিটি পুলিশের সদর দফতর। এখন থেকে অপ্রচলিত মাধ্যমের সোলার প্যানেল দ্বারা উৎপাদিত বিদ্যুতেই চলবে হাওড়া সিটি পুলিশের প্রধান কার্যালয়।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদনের কথা সকলেরই জানা। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বিদ্যুতের চাহিদা মেটানো হয় এই করলার দ্বারা ব্যবহৃত তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই। যদিও কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ তৈরি করতে পরিবেশের উপরে যে পরিমাণ দূষণ ছড়ানো হয় তার থেকে ভবিষ্যতে অনেক জলবায়ু কেন্দ্রিক সমস্যা তৈরি হবেই এই কথা অনেক বছর ধরেই বলে আসছে পরিবেশবিদ ও বিজ্ঞানীরা। তাই তাপবিদ্যুৎ কেন্দ্রের বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে যতটা কম সম্ভব ব্যবহার করা যায় তার দিকেই দৃষ্টি আকর্ষণ করছে তারা। পাশাপাশি বিভিন্ন ধরনের অপ্রচলিত মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ তৈরি করার বিষয়কেই বারবার সামনে নিয়ে আসছে বিজ্ঞানীরা। এর মাধ্যমে সোলার প্যানেলের ব্যবহার আজকে অনেকটা বৃদ্ধি পেয়েছে অতীতের তুলনায়। পরিবেশবিদদের দেখানো সেই পথেই অগ্রসর হলো হাওড়া সিটি পুলিশ। রাজ্যের মধ্যে প্রথম সম্পূর্ণ সোলার প্যানেলের মাধ্যমে পরিবেশ বান্ধব উর্যার ব্যবহার শুরু করলো হাওড়া পুলিশ কমিশনারেট। প্রচলিত বিদ্যুতের ব্যবহার বন্ধ করা হলো আজ থেকে হাওড়া সিটি পুলিশের সদর দফতরে। আজকে সোলার প্যানেলের মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুতের ব্যবহার অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার আইপিএস সি সুধাকর। তিনি জানান হাওড়া সিটি পুলিশের দফতরে মাসিক সাতাশ কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। এখন থেকে এই বিদ্যুতের চাহিদা মেটাবে দফতরের ছাদে বসানো সোলার প্যানেল। তিনি আরও জানান সিইএসসির সিএসআর প্রজেক্টের মাধ্যমে এই কাজ তারা করেছেন। এটা পরিবেশবান্ধব। যেকোনো দফতরে খুব সহজেই একে ব্যবহার করা যায় বলেই জানান তিনি।পরিবেশ রক্ষার কথা চিন্তা করে রাজ্যের প্রথম থানাতে চালু হলো অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *