দেশব্রেকিং নিউজশিক্ষা

প্রকাশিত প্রাথমিক টেট অ্যাডমিট কার্ড, জেনে নিন পরীক্ষা পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি, দেশ:-প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট-এর জন্য অ্যাডমিট কার্ড দেওয়া গতকাল থেকে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, দুটি ওয়েবসাইট, www.wbbpe.org এবং https://wbbprimaryeducation.org থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।১১ই ডিসেম্বর, রবিবার বেলা ১২টা থেকে আড়াইটে পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণির ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর। তবে এবার টেটে বসার কোনও বয়সসীমা রাখা হয়নি।পরীক্ষা পদ্ধতিতেও এবার কিছু পরিবর্তন করা হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা এবং শিশু বিকাশ ও মনস্তত্ত্বের ওপর ৩০ নম্বরের প্রশ্ন থাকছে। এর মধ্যে শিশুদের পড়ানোর উপরে ১৫ নম্বরের এবং বিষয়ভিত্তিক ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *