Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে ইজরাইলি হানার বিরুদ্ধে তমলুকে SUCI দলের ধিক্কার মিছিল

নিউজ বাংলা লাইভ : প্যালেস্টাইনের গাজা ভূখণ্ড দীর্ঘকাল ধরে অবরুদ্ধ করে জনজীবনকে বিপর্যস্ত করা, সম্প্রতি বর্বরভাবে হাজার হাজার নিরীহ শিশু নারী বৃদ্ধদের উপর হত্যালীলা চালানোর বিরুদ্ধে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করার দাবিতে, ভারত সরকারের যুদ্ধের বিরুদ্ধে ভোটদানে বিরত থেকে যুদ্ধে মদত দেওয়ার ঘৃণ্য নীতির বিরুদ্ধে আজ দেশজুড়ে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ধিক্কার দিবস পালিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হাসপাতাল মোড় থেকে একটি ধিক্কার মিছিল মানিকতলা পর্যন্ত যায়। সেখানে ইজরাইলের প্রধানমন্ত্রী নিতানিহু এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়।

অগ্নিসংযোগ করেন দলের উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি। বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম সদস্য জ্ঞানানন্দ রায়, সুমিত রাউত প্রমূখ।প্রণববাবু বলেন আজকে জেলার তমলুক শহরের পাশাপাশি কাঁথি , মেচেদা কোলাঘাট, হলদিয়া, ভাগাবানপুর, পাঁশকুড়া, ময়না প্রকৃতি জায়গায় ধিক্কার মিছিল সংঘটিত হচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইসরাইল যেভাবে প্যালেস্টাইনের উপর হানাদারী চালাচ্ছে, জল আলো থেকে শুরু করে প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিসপত্রের উপর যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তার বিরুদ্ধে আমাদের দল ধিক্কার জানাচ্ছে। এক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা অত্যন্ত নেক্কারজনক। রাষ্ট্রপুঞ্জের শান্তি ভোটে বাস্তবে তারা নীরব থেকে যুদ্ধের পক্ষে মত দিয়েছে এবং এটা করেছে তারা এদেশের ব্যবসায়িক গোষ্ঠীর বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করার জন্য। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ভারত সরকারকে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই দাবি জানাচ্ছি। আগামী দিনে দেশে দেশে যুদ্ধের বিরুদ্ধে শান্তি আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের কাছে আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *