জেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

পৌষ সংক্রান্তিতে মকরের পুণ্যস্নানের জন্য তমলুকের রুপনারায়ন ঘাটে দেখা গেল ভিড়, করোনা বিধি মেনেই হচ্ছে গঙ্গা পুজো।

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :: পৌষ সংক্রান্তিতে মকরের পুণ্য স্নানের জন্য শুক্রবার সকাল থেকেই ভিড় জমল নদীর ঘাটে। শীত উপেক্ষা করেই এ দিন তমলুকে স্টিমারঘাটে ও কপালমোচন ঘাটে রূপনারায়ণে ডুব দিলেন কয়েক হাজার পুণ্যার্থী। মকর উপলক্ষে তমলুকের কপালমোচন ঘাটের কাছে বসেছে বারুণী মেলার আসর। মেলা না হলেও বিভিন্ন গ্রামীণ কুটির শিল্পীরা হরেক রকম মাটি, বাঁশ, বেত দিয়ে তৈরি ঘর সাজানোর সামগ্রী, খাবারের স্টল সাজিয়ে বসেছেন। তমলুক শহরের উত্তরচড়া শঙ্করআড়া এলাকার শান্তি সঙ্ঘের উদ্যোগে গঙ্গা পূজার আয়োজন-সহ বারুণী মেলা এ বার 52তম বছরে পা দিয়েছে। করোনা বিধি থাকার কারণে শুধুমাত্র পুজো হচ্ছে, বাকি সমস্ত সাংস্কৃতি অনুষ্ঠান রয়েছে বন্ধ।

ঐতিহ্যবাহী কপালমোচন ঘাট ও রূপনারায়ণ নদীতে মকর স্নানের জন্য আসা পুণ্যার্থী-সহ প্রতি বছর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এ বার কোভিড বিধি থাকার কারণে তুলনামূলক কিছুটা ভিড় কম দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *