পূর্ব মেদিনীপুরবিনোদন

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমাজ কল্যাণ দপ্তর এর অধীন জেলা শিশু সুরক্ষা আয়োগ এর সহযোগিতায় জেলা প্রশাসনের কনফারেন্স হলে আজ আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালিত হল। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে শিশু শ্রম, নারী পাচার ,বাল্যবিবাহ সম্বলিত একটি সুদৃশ্য ট্যাবলোর মাধ্যমে শুভ উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনি সহায়তা কেন্দ্রের সম্পাদক সমরেশ বেরা, পশ্চিমবঙ্গের শিশু আয়োগের সদস্য মাননীয়া নিয়তি মাহাতো, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট পারমিতা পাল, জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন, মানসী দাস রায়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু ও ত্রাণ কল্যাণের স্থায়ী সমিতির সভাপতি সুমিত্রা পাত্র, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত বিশ্বাস সহ জেলার সুরক্ষা ইউনিটের সকল আধিকারিক ও কর্মীবৃন্দ।এই অনুষ্ঠানে জেলার শিশুদের বিভিন্ন বিষয়ে অঙ্কন প্রতিযোগিতা, এবং যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮০% উপরে নম্বর পেয়েছেন তাদের বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায় বলেন শিশুরা দেশ তথা জাতি ও সমাজের মেরুদন্ড। তাদেরকে সুরক্ষা দিতেই হবে। তাদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আগামীদিনে সমাজ আর এগোতে পারবে না। জেলার সমস্ত শিশুকে স্কুলমুখী করতে হবে এবং কোথায় কোথায় কি সমস্যা আছে সবাইকে একযোগে কাজ করে সমাধান করতে হবে। আইন তো থাকলেই হবে না। আইন কে যথার্থ কাজে লাগাতে হবে। শিশুদের যেকোনোভাবেই সুরক্ষা দিতেই হবে। আর এর জন্য সমস্ত স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে খুবই নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সারাদিন ধরে শিশুরা বিভিন্ন শিশু আবাসের শিশুরা, আবৃত্তি যোগাসন সচেতনতামূলক নাটক পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *