দীঘাপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে চলছে মহড়া

নিজস্ব প্রতিনিধি, দীঘা: কোন বড়সড়ো বিপর্যয় অশনি সংকেত! দীঘা, পদীমা সহ রামনগর এক ব্লকের উপকূলবর্তী অঞ্চলে পৌঁছাল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের সিভিল ডিফেন্স কর্মীরা।রাস্তায় ভেঙে পড়ছে গাছ, বিদ্যুতের তার ছিঁড়ে বিপর্যস্ত রামনগর ১ ব্লকের দীঘা, পদিমা সহ উপকূল এলাকা। এলাকায় চলছে মহড়া।

উদ্ধারে নামল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, সঙ্গে রয়েছে দমকল, সিভিল ডিফেন্স ও পুলিশের কর্মীরা।আসলে ঘূর্ণিঝড় সাইক্লোন মোকাবিলায় রামনগর এলাকায় চলছে মহড়া।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। মহড়ায় অংশ নিয়েছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট।গরম পড়তে শুরু করছে। চৈত্র মাসের শুরু থেকে কালবৈশাখীর ঝড় বৃষ্টির দুর্যোগ। ঝড় বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় উপকূলের বিস্তীর্ণ এলাকা।

এছাড়াও এই মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণবাত ঘূর্ণিঝড়ে পরিণত হয় আর তা আছড়ে পড়ে উপকূলে। চরম বিপর্যস্ত হয় উপকূলের জনজীবন। এর আগে ইয়াস বা আমফান ঘূর্ণিঝড়ের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন আগে থেকেই তৎপর দূর্যোগ মোকাবিলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *