পূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

পূর্ব মেদিনীপুরের ২টি সমুদ্র সৈকতককে জীববৈচিত্র্য হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ:অনন্য জীববৈচিত্র্যের জন্য পূর্ব মেদিনীপুরের দুটি সৈকতকে জীব বৈচিত্র্য হেরিটেজ সাইটের মর্যাদা দিল রাজ্য সরকার। প্রাণিসম্পদের বৈচিত্র এবং অভিনবত্বের জন্য পূর্ব মেদিনীপুরের বগুরান জলপাই থেকে বিরহামপুর পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ সৈকত এলাকাকে হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে। এর পাশাপাশি মহিষাদল ব্লকের হলদি নদীর মধ্যে অবস্থিত প্রায় সাড়ে ছয় হেক্টর এলাকা বিশিষ্ট হলদি চরকে ওই মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের মোট বায়োডাইভারসিটি হেরিটেজ সাইটের সংখ্যা হল ১০। রাজ্য প্রাণী বৈচিত্র পর্ষদের সভাপতি ড: হিমাদ্রিশেখর দেবনাথ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এই উভয় স্থানে নানা রকম বিরল প্রাণী বৈচিত্র্যে সমৃদ্ধ। বগুরান জলপাই থেকে বিরহামপুর সমুদ্র সৈকত লাল কাঁকড়া এবং স্যান্ড বাবলার কাঁকড়ার বসতি যারা উপকূল এলাকায় জনবসতি ক্রমশ বেড়ে চলায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া সমুদ্রতটের লাগোয়া ঝোপ জঙ্গলে সোনালী শেয়াল, বন বিড়াল এবং সোনালী গিরগিটির বসতি রয়েছে।

অন্যদিকে, হলদি চরে স্বর্ণগোধিকা নামে এক প্রজাতির গিরগিটি পাওয়া যায়, যারা বিলুপ্তপ্রায়। ডক্টর দেবনাথ জানান, বিলুপ্তপ্রায় ওইসব প্রাণীকে রক্ষা করতে এই জায়গাগুলিকে ইতোমধ্যেই সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন সেখানে চড়ুইভাতি আয়োজন বন্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *