জেলা

পূর্ব মেদিনীপুরকে বন্যা কবলিত এলাকা হিসাবে ঘোষণা করা এবং কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসকের দপ্তরে কৃষক বিক্ষোভ

নিউজ বাংলা টুডে ডেস্ক : পূর্ব মেদিনীপুর জেলাকে বন্যা কবলিত ঘোষণা করা, কৃষকদের ফসলের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ, আগামী তিন মাস বেঁচে থাকার জন্য সমস্ত রকম সহায়তা করা, জল নিকাশের পূর্ণাঙ্গ সংস্কার সহ পানের আড়তদারী বৃদ্ধির বিরুদ্ধে আজ প্রবল প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে শতাধিক কৃষক অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠন ও পানচাষি সমন্বয় সমিতি র নেতৃত্বে জেলাশাসক দপ্তরে বিক্ষোভে সামিল হলেন। নিমতৌড়ি হাই রোড মোড় থেকে কৃষকরা মিছিল করে জেলা শাসক দপ্তরে পৌঁছলে পুলিশ বাধা দেয় সেখানেই কৃষকরা বিক্ষোভ দেখান। বক্তব্য রাখেন অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক জগদিশ সাউ, পানচাষি সমন্বয় সমিতির জেলা সভাপতি বিবেকানন্দ রায়, সম্পাদক সোমনাথ ভৌমিক, উৎপল প্রধান প্রমুখ।

গত কয়েক দিনের প্রবল বর্ষণে জেলার ভগবানপুর পটাশপুর এগরা কাঁথি ময়না পাঁশকুড়া মাতঙ্গিনী নন্দকুমার ব্লক সহ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত জলমগ্ন। জেলার মূল অর্থকরী ফসল পান চাষ চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। ফুল সবজি ধান জলের তলায়। চাষিরা সর্বশান্ত। এমতাবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিতে কৃষকরা সোচ্চার হোন। জগদিস সাউ বলেন সর্বশান্ত চাষীদের বাঁচিয়ে রাখার জন্য, তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসন দ্রুত যাতে ব্যবস্থা নেয় সেই দাবিতে প্রশাসনের কাছে আমরা দরবার করছি। বিবেকানন্দ রায় বলেন পান বরজ গুলি নষ্ট হয়ে গিয়েছে। সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পানের আড়তদারী এবং জুলুমবাজি বন্ধ করতে হবে। পানকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *