পূর্ব মেদিনীপুরময়নারাজনীতিহলদিয়া

পূর্ব মেদনীপুরের ময়নায় নিহত বিজেপি- র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইঞার মরদেহের আজ দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়েছে।এই ঘটনায় ধৃত মিলন ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত।

নিউজ বাংলা টুডে ডেস্ক : পূর্ব মেদনীপুরের ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইঞার মরদেহ আজ দ্বিতীয়বার ময়না তদন্ত করা হচ্ছে। শববাহী গাড়ি তমলুক হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে আসা হয়।কলকাতা হাইকোর্ট গতকালই কমান্ড হাসপাতালে বিজয়কৃষ্ণ এর দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেয়।রাজ্যের দুই ফরেন্সিক বিশেষজ্ঞ ও সেখানে উপস্থিত ছিলেন।ময়নাতদন্তের ভিডিও গ্রাফি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।এদিকে,এই খুনের ঘটনায় ধৃত মিলন ভৌমিককে আজ তমলুক আদালতে তোলা হয়।তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।অন্যদিকে, এই খুনের ঘটনায় ময়নার বাকচায় এখনো রয়েছে চাপা উত্তেজনা।জাতীয় SC কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার আজ বাকচায় গেলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। যে জায়গা থেকে বিজয়কৃষ্ণর দেহ উদ্ধার হয়, সেই জায়গাটি শ্রী হালদার ঘুরে দেখার সময় ময়না থানার IC । পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি দেহ তুলে নিয়ে যাওয়া এবং প্রমাণ নষ্ট হওয়া আটকাতে অকুস্থল ঘিরে না রাখার জন্য IC কে ধমক দিতে দেখা যায় তাঁকে।পুলিশ সুপার বা জেলাশাসকের অনুপস্থিতির জন্যও তীব্র উষ্মা প্রকাশ করেন তপশীলি কমিশনের ভাইস চেয়ারম্যান।নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি।বিজেপি বাগচায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এর দাবি জানিয়েছেন।দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন,বাগচায় যে পুলিশের ক্যাম্প রয়েছে,সেই ক্যাম্প সন্ত্রাসের উৎস।শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা কেলেঘাই নদী পার করে ওই ক্যাম্প এ আশ্রয় নেয়।স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *