এগরাপূর্ব মেদিনীপুর

“পুলিশ যতই বাধা দিক, অত্যাচার করুক, ১৪৪ ধারা জারি করুক,রোজ আমরা যাওয়ার চেষ্টা করবো”- দিলীপ ঘোষ।

পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানাল, নির্বাচনী বন্ড প্রকল্প ‘অসাংবিধানিক’। তাই তা ‘বাতিল হওয়া উচিত’। নির্বাচনী বন্ড নিয়ে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবারের শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে।বৃহস্পতিবার এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের চোরপালিয়ায় গৃহ সম্পর্ক অভিযানে এসে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোর্ট বলেছে আর কিছু বলার নাই। এদিন সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যতদিন না দোষীরা ধরা পড়বে, শাস্তি পাবে ততদিন আমাদের আন্দোলন চলবে। পুলিশ যতই বাধা দিক, অত্যাচার করুক, ১৪৪ ধারা জারি করুক রোজ আমরা যাওয়ার চেষ্টা করবো, বাংলার মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি আরও বলেন, বাংলায় সব চেয়ে হিংসা হয়। সারা ভারতবর্ষের কোথাও হিংসা হয়না, শুধু বাংলায় হয়। মৃত্যু হয়, রাস্তা অবরোধ হয় তাই বাংলায় নির্বাচনে আরও বেশি ফোর্স লাগবে যাতে লোক নিশ্চিন্তে ভোট দিতে পারে।

এদিন এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের চাউলদা গ্রামে নিজের হাতেই দেওয়ালে পদ্ম ফুল আঁকলেন। দেয়াল লেখন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপি সব জায়গায় এগিয়ে আছে, সবার আগে আছে, আগামীদিনে আমরাই সব জায়গায় জিতবো। এদিন দিনভর পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ এবং ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তার উদ্বোধন এবং গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে অংশ নেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *