দীঘাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

পুলিশের মানবিক মুখ! জাতীয় সড়কের পাশ থেকে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো দিঘা পুলিশ ।

নিজস্ব প্রতিনিধি ,দিঘা: ফের মানবিকতার পরিচয় দিল সৈকত নগরীর দিঘা মোহনা থানার পুলিশ। রাস্তা থেকে এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো দিঘা মোহনা থানার পুলিশ অফিসার প্রবীর সাহা।পাশাপাশি পরিবারের সদস্যদের খবর পাঠান। জানা গিয়েছে, দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে আলঙ্কারপুর বাসস্ট্যাণ্ড সংলগ্ন রাস্তার পাশে পড়েছিল এই বৃদ্ধ। যে কোনো সময়ের দুর্ঘটনার কবলে পড়তো ওই বৃদ্ধ। খবর পেয়ে দিঘা মোহনা থানার ওসি অমিত দেব নির্দেশ অনুযায়ী পুলিশ অফিসার প্রবীর সাহা ঘটনাস্থলে ছুটে যান। রাস্তার পাশে পড়ে থাকা ওই বৃদ্ধকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি বৃদ্ধার চিকিৎসা ও সব রকমের ব্যবস্থা করেন পুলিশ অফিসার প্রবীর সাহা। এরপর বৃদ্ধার পরিচয় উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর পাঠান। পুলিশ জানিয়েছে ওই বৃদ্ধার পরিচয় বিনোদ বিহারী জানা (৭০)। তার বাড়ী পূর্ব মেদিনীপুর জেলায় এগরা থানার ছএী এলাকার বাসিন্দা।মোহনা থানার ওসি অমিত দেব ও পুলিশ অফিসার প্রবীর সাহা এই মানবিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ বেড়াতে আসা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। হয়তো পুলিশ এই মানবিক উদ্যোগ না দেখালে পথদুর্ঘটনায় কবলে পড়ে ওই বৃদ্ধের প্রাণ যেতো? পুলিশের কাছ থেকে খবর পেয়ে দিঘা হাসপাতালের রওনা দিয়েছেন বৃদ্ধের পরিবারের সদস্যরা এমনটাই সূত্র মারফত জানাগেছে। কি করে বৃদ্ধ এখানে পৌঁছালো তা তদন্ত শুরু করেছে পুলিশ! বৃদ্ধার শারীরিক অসুস্থতা থাকার কারণে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়ে উঠেনি পুলিশ আধিকারিকরা। পরিবারের সদস্যরা এলেই জিজ্ঞাসাবাদ চালাতে পারেন বলে দিঘা মোহনা থানা সূত্রে জানাগেছে। দিঘা মোহনা থানার ওসি অমিত দেব বলেন ” খবর পেয়ে জাতীয় সড়কের পাশ থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।সৈকত নগরীর দিঘা বেড়াতে আসা এক পর্যটক অনামিকা চৌধুরী বলেন ” পুলিশের এই মানবিক মুখ দেখে খুবই ভালো লাগলো! সত্যি যেভবে পুলিশ অফিসার নিজের হাতে ওই বৃদ্ধকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করলো। ওই পুলিশ অফিসারকে ধন্যবাদ জানাই “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *