ব্রেকিং নিউজহাওড়া

পুলিশের অনুমতি না পেয়েও আজকে কলকাতায় বামেদের ইনসাফ সভা।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:-আজকে বেলা ১টা নাগাদ ধর্মতলায় শুরু হচ্ছে বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা ইনসাফ সভা৷ উক্ত সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।যদিও তাঁদের সভা এক মাস আগে ঘোষণা করেও কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় নি বাম ছাত্র-যুবদের ইনসাফ সভা । তবে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি বহাল রাখার কথা জানিয়েছে ছাত্র – যুব সংগঠনের নেতৃত্বেরা। হবেই। প্রয়োজনে পুলিশ ও প্রশাসনিক বাধা উপেক্ষা করেই হবে সভা দাবি বাম ছাত্র-যুব নেতাদের।সূত্র মারফৎ জানা যাচ্ছে মূলত তিনটি বড় মিছিল ধর্মতলার ইনসাফ সভায় এসে পৌঁছবে। একটি মিছিল আসবে শিয়ালদা থেকে দ্বিতীয়টি হাওড়া স্টেশন থেকে এবং তৃতীয়টি পার্কস্ট্রিট থেকে । তিনটির মধ্যে শিয়ালদা স্টেশন ও হাওড়া স্টেশনের মিছিল দুটি বড়। পার্কস্ট্রিট থেকে শুরু হওয়া মিছিলটিতে মূলত কলকাতা জেলার বাম ছাত্র-যুব কর্মীরাই অংশগ্রহণ করবেন । বাকি দুটিতে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলার কর্মী-সমর্থকরা অংশ নেবেন বলে জানা গিয়েছে।প্রত্যেকটি মিছিল বেলা সাড়ে বারোটার মধ্যে শুরু করে দেওয়া হয়ে যাবে । বেলা একটার মধ্যে কেন্দ্রীয়ভাবে সেই মিছিল ধর্মতলায় মিশবে । বক্তব্য শুরু হবে বেলা একটা নাগাদই । প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সিপিএম তথা ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর আগে প্রয়াত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান বক্তব্য রাখবেন । এছাড়াও, বক্তব্য রাখবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান ও ধ্রুবজ্যোতি সাহা প্রমুখরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *