উড়িষ্যা

পুরীর সমুদ্র সৈকতে দেবাদিদেব এর বিশালাকার এক মূর্তি ফুটিয়ে তুললেন বালুশিল্পী সুদর্শন

ওড়িশা: আজ মহা শিবরাত্রি। এই মহা শিবরাত্রিতে পুরীর সমুদ্র সৈকতে যেন আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে দেবাদিদেব মহাদেবের বিশালাকার এক মূর্তি ফুটিয়ে তুললেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক।। জটাধারী মহাদেব ধ্যানস্ত হয়ে রয়েছেন। তার মাথায় তিনি ধারণ করেছেন চন্দ্র এবং গঙ্গা। মাথার উপরে যেন নৃত্যের বেশে বসে রয়েছেন নাগরাজ বাসুকি। আর ধেনস্থ শিবের চারিদিকে ছোট ছোট ৫০০ টি শিবলিঙ্গ। ভাস্কর্যের যেন এক মুর্ত প্রতিরূপ তৈরি হয়েছে পুরীর সমুদ্রে।

তবে শুধুমাত্র দৃষ্টিনন্দনের জন্য নয় বরং শান্তির জন্য যে ভগবান শিবকে তিনি তুলে ধরেছেন তা জানান দিতে নিচে লিখে দিয়েছেন শান্তির জন্য প্রার্থনা ওম নমঃ শিবায়। ওড়িশার পুরী দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল প্রতিদিন লাখ লাখ মানুষের পদচিহ্ন পড়ে এখানে। ওড়িশার সুদর্শনপট্টনায়ক সমুদ্র সৈকতে বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষে নিজের কীর্তি তুলে ধরেন। আর সেগুলিা চাক্ষুস করেন পর্যটকরা। পুরীর নীলাদ্রি সমুদ্র সৈকতে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই শিল্পীর তৈরি বিশালাকার মহাদেবের মূর্তি দেখতে ভক্তদের ভিড় যেন লেগেই থাকে। শিল্পী বলেন সারা দেশে পবিত্র শিবরাত্রি পালিত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আনন্দ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাক। তিনি আরো বলেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। প্রসঙ্গত পুরান মতে এই দিনেই শিব এবং মহা শক্তির মিলন ঘটেছিল। হর পার্বতীর মিলনের দিনটি দেশজুড়ে শিবরাত্রি হিসেবে পালিত হয়।। আজ রাত ৯:৫৭ মিনিট থেকে শনিবার সন্ধ্যায় ছটা ১৭ মিনিট পর্যন্ত শিবরাত্রি তিথি রয়েছে। পুরীর সমুদ্রের ধারে ভগবান শিবের এই বালুকা মূর্তি স্থাপন করে বিশ্বশান্তি কামনার বার্তা দিয়েছেন ভাস্কর সুদর্শন পট্টনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *