তমলুকপূর্ব মেদিনীপুর

পুরীর জগন্নাথ দেবের পাশাপাশি তমলুকের ইতিহাস বিজড়িত মহাপ্রভু মন্দিরে স্নান করানো হলো জগন্নাথ দেবের।

শনিবার স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা পালিত হয়ে থাকে। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। এ রাজ্যেও বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ইতিহাস বিজড়িত তমলুক মহাপ্রভু মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করা হয়। এই উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তরা আসতে শুরু করে।

উল্লেখ্য, স্নানযাত্রা উপলক্ষে আজ জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে মূল মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয় পবিত্র স্নানস্থলে। তিন বিগ্রহকেই জল ও দুধ দিয়ে স্নান করানোর পর আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরের গর্ভগৃহে।

বিভিন্ন পরম্পরা অনুযায়ী শাস্ত্রে লেখা বিধি মেনে এদিনের এই স্নানযাত্রা পর্ব শুরু হয়েছে। কথিত রয়েছে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা অত্যন্ত শুভ দিন। এমন দিনে বিভিন্ন শুভ কাজ করা হয়ে থাকে, যার শুভফল সুদূরপ্রসারী হয়।

মহাস্নান যাত্রার পরে শ্রীশ্রী জগন্নাথ দেব ও শ্রীশ্রী বলরাম দেবের গজ গনেশ বেশ ও শ্রীশ্রী সুভদ্রা দেবীর পদ্মবেশে সাজানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *