Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

পুজো কমিটি গুলোকে উৎসাহিত করতে শারদ সম্মান প্রতিযোগিতা ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির

নিউজ বাংলা লাইভ : পূর্ব মেদিনীপুর;বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কমিটি গুলোকে উৎসাহ করতে এগিয়ে এলো ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতি। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভগবানপুর এলাকার তিনটি পুজো কমিটিকে শারদ সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া।

সেরা মন্ডপ,সেরা প্রতিমা এবং সেরা পরিবেশ ভাবনা এই তিনটি বিভাগে পুরস্কৃত করা হবে তিনটি কমিটিকে । এ কথা আগেই ঘোষণা করা হয়েছিল পঞ্চায়েত সমিতির উদ্যোগে। সেই মতো পঞ্চায়েত সমিতির দপ্তরে ভগবানপুর ১ নম্বর ব্লকের ১৭ টি পূজা কমিটি আবেদন করে। শুক্রবার মহা সপ্তমীর পূর্ণলগ্নে ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা এবং কর্মাধ্যক্ষ রা পুজো পরিক্রমা করেন। কোথাও সমাজ সচেতনতার বার্তা দিতে সেভ ড্রাইভ সেভ লাইফ মণ্ডপ আবার কোথাও চা বাগান। পরিক্রমায় বেশ কয়েকটি থিমের পুজো মন্ডপ এবং অনন্য সুন্দরী প্রতিমা নজর কাড়ে বিচারকদের। পুজো কমিটি গুলোকে উৎসাহিত করতে ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভগবানপুরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *