এগরাপূর্ব মেদিনীপুর

পুকুর পাড় বাঁধানোকে কেন্দ্র আর্থিক দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , কটাক্ষ বিজেপির।

পূর্ব মেদিনীপুর: একটি পুকুর পাড় বাঁধানোকে কেন্দ্র আর্থিক দুর্নীতির অভিযোগ উঠলো খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কংক্রিটের গার্ড ওয়াল তৈরী না করে কাঠ ও এসবেস্টস দিয়ে তৈরী হল গার্ডওয়াল। অভিযোগ, প্রায় তিন লক্ষ টাকার কাজ মাত্র এক লক্ষ টাকার মধ্যে করে ২ লক্ষ টাকা আত্মস্যাৎ করার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘা পুকুর পাড়ে প্রায় ২৫ মিটার গার্ডওয়াল তৈরী হয়েছে। সেই গার্ড ওয়াল কংক্রিটের না করে অস্থায়ী ভাবে কাঠ ও এসবেস্টস দিয়ে তৈরী করে টাকা তুলে নেওয়ার অভিযোগ আনলেন খোদ স্থানীয় এলাকার বাসিন্দারা। দীঘা গ্রামেরই সুবল মাইতি নামের এক স্থানীয় বাসিন্দা এগরা মহকুমা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। সুবল মাইতি বলেন, তৃণমূল পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা নিজে দাঁড়িয়ে থেকে এই গার্ডওয়ালটি তৈরী করিয়েছেন। প্রধানের উপস্থিতে এই দুর্নীতি হয়েছে। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূলের গ্রাম প্রধান। তবে এই ঘটনায় কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ মহাপাত্রর অভিযোগ, টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছেনা। প্রায় ৩ লক্ষ টাকার কাজ ৫০ হাজারে করে বাকি টাকা আত্মস্যাৎ করেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। আগামীদিনে আমারা সমস্ত সরকারি দপ্তরে অভিযোগ জানাবো। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপির মন্ডল সভাপতি।

তবে এবিষয়ে তৃণমূল পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্বেশ্বর বেরা জানিয়েছেন, এই কাজ নিয়ম অনুযায়ী হয়েছে। কোনো প্রকার আর্থিক দুর্নীতি হয়নি। সরকারি নিয়ম মেনে ওয়ার্ক অর্ডার অনুযায়ী সঠিক কাজ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *