Breakingপাঁশকুড়াব্রেকিং নিউজরাজনীতিশীর্ষ খবর

পুকুরের জলে ভাসছে ব্যালট বক্স,এমনই ঘটনা পাঁশকুড়া পুরুষোত্তমপুরে

নিউজ বাংলা লাইভ : শান্তিপূর্ণ ভোট হওয়ার পর ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় চরম উত্তেজনা, ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ, আক্রান্ত পুলিশ এবং প্রিসাইডিং অফিসার।সকালবেলায় পুকুর থেকে ব্যালট বক্স উদ্ধার।

পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর অঞ্চলের রাধা কৃষ্ণপুর 203 নম্বর বুথে শান্তিপূর্ণ ভোট হওয়ার পর গভীর রাতে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মী এবং ভোট কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ যে রাতের অন্ধকারে বাইরে থেকে শাসক দলের দুষ্কৃতীরা এসে মারধর করে,আমরা গোটা গ্রামবাসীরা এসে প্রতিরোধ গড়ে তুলি। পরে দেখতে পাই যে কে বা কারা ব্যালট বক্স পুকুরে ফেলে দেয়। সকালবেলা পুলিশ এসে ব্যালট বক্স পুকুর থেকে তুলে নিয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ যে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি ,

আমরা পুনরায় ভোট চাই। যদিও তৃণমূল অভিযোগ করেন ISF বহিরাগত দুষ্কৃতী এনে এলাকা উত্ত্যক্ত করে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। তবে ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা আমার দেশে জানা নেই।এই ঘটনায় আক্রান্ত হয় 3 জন ভোট কর্মী এবং 1জন পুলিশ কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *