পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশিক্ষা

পিএইচডিতে হেনস্থা! মেলেনি সার্টিফিকেট!শেষমেশ হাই কোর্টের দ্বারস্থ স্কুল শিক্ষক

নিউজ বাংলা টুডে ডেস্ক : স্কুল থেকে পিএইচ.ডি. ডিগ্রির জন্য নো অবজেকশান সার্টিফিকেট পাওয়ার আবেদন করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার স্কুল শিক্ষক বাবলু আলি খান। এরপর দিন এগলেও এগোয়নি কাজের গতি ! ব্যক্তিগত ঈর্ষা থেকে হ্যারাসমেন্ট ! কেটে যাচ্ছিল বহুদিন ,তবু কোনোভাবেই সাহায্য পাওয়া যাচ্ছেনা দেখে সিদ্ধান্ত নেন স্কুল বদলির। তবে সমস্যার সুরাহ হলোনা সেখানেও ! পুনরায় হ্যারাসমেন্টের শিকার হতে হলো নতুন স্কুলেও। তবু থেমে যাননি তিনি । মনের জোরে এগোতে থাকেন শিক্ষার লড়াই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বাবলুবাবু ২০১৯ সালে নন্দকুমার ব্লকের ইচ্ছাপুর পঞ্চগ্রামী হাইস্কুলে সহশিক্ষক পদে যোগদান করেন। পিএইড.ডি. ডিগ্রির জন্য নো অবজেকশান সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে প্রধান শিক্ষক প্রদীপ কুমার মাইতি ও বিদ্যালয় প্রশাসক বিকাশ পাত্রের নিকট আবেদন করেন। কোনপ্রকার সার্টিফিকেট স্কুল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়নি। আপোষ বদলির মাধ্যমে ২০২১ সালে বাবলুবাবু কাঁথি ৩ নং ব্লকের কানাইদিঘী দেশপ্রাণ বিদ্যাপীঠে (উঃ.মা.) যোগদান করেন এবং স্কুলের প্রধান শিক্ষক দিলীপ বেরা ও বিদ্যালয় পরিদর্শক শ্রাবস্তী অধিকারীর নিকট পুনরায় নো অবজেকশান সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেন। তাতেও সার্টিফিকেট না পাওয়ায় শেষপর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হতে হয় । বাবলুবাবু বলেন, পূর্বে শিক্ষকদের পিএইচ.ডি. ডিগ্রির নো অবজেকশান সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে হাইকোর্টের একাধিক অর্ডার থাকার সত্ত্বেও উচ্চশিক্ষা অর্জনের জন্য নো অবজেকশান সার্টিফিকেট তিনি স্কুল থেকে পাননি। তাই শেষ পর্যন্ত বিচারবিভাগের প্রতি আস্থা রেখেই হাইকোর্টের মাধ্যমে পিএইড. ডি. ডিগ্রির নো অবজেকশান এর অর্ডার পেতে হয় তাঁকে। অবশেষে জয়ী হন দীর্ঘস্থায়ী লড়াইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *