জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

পিংলা কলেজের উদ্দোগে ৯ একর জমিতে গড়ে উঠবে জীব বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা।

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :: পিংলা ব্লক অধীনস্থ পিংলা থানা মহাবিদ্যালয়ে তৈরী হতে চলেছে জীব বৈচিত্র্য পার্ক (বায়ো ডাইভার্সিটি)। খুব শীঘ্রই তার কাজ শুরু হবে। তার আগে আজ কলেজে এসে সরজমিনে এলাকা পরিদর্শন করেন- বায়োডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ডঃ হিমাদ্রী শেখর দেবনাথ, রিসার্চ অফিসার ডঃ অনির্বান রায়, জেলার কোঅর্ডিনেটর দেবজ্যিত নন্দ, কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন মাইতি, পূর্ত কর্মাধক্ষ্য চন্ডীচরন সামন্ত সহ একাধিক প্রশাসনিক ব্যাক্তিবর্গ। এই জীব বৈচিত্র পার্কে সাধারন গাছপালা ছাড়াও হারিয়ে যাওয়া বহু গাছপালা দেখা যাবে। প্রকৃতিতে দেখা যায় না এমন সব গাছ লাগানো হবে এই পার্কের মধ্যে। নতুন প্রজাতির গাছের সংগে পরিচয় করাতে এই পার্ক তৈরী করা হবে। কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র বলেন- “এই জীব -বৈচিত্র্য পার্ক বিনোদন ও শিক্ষার সহবস্থান ঘটাবে যা শিক্ষা ক্ষেত্রে একটা নতুন মাত্রা সংযোজন করবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *