ডুয়ার্স

পাহাড়ে ফের বাড়ছে বৃষ্টি।

রবিবার সকাল থেকে আবারও মাল মহকুমার টটগাঁও ভর্তি এলাকায় জল ধরতে শুরু করেছে। গত কয়েকদিন সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির কারণে ডুয়ার্স এবং তৎসংলগ্ন নদী গুলিতে ছাপিয়ে পড়েছে জল। আতঙ্কিত এলাকার স্থানীয় মানুষজন। গত দুদিনে সিকিম পাহাড়ে বৃষ্টি কমলেও হঠাৎ করে আবার মেঘ ভাঙ্গা বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বানভাসি ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।

এদিন বাগড়া কোট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা ফোন মাধ্যমে বলেন, বৃষ্টি বাড়ছে সকাল থেকেই আবার জল বাড়তে শুরু করেছে রুমডুম এবং তিস্তা নদীতে। তিস্তা নদীর জল উপচে পড়েছে দুই দিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। পঞ্চায়েতের তরফে যে বাঁধ দেওয়া হয়েছিল তা ভেঙে জল ঢুকতে শুরু করেছে। বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের জন্য শুকনো খাবারের বন্দোবস্ত করা হয়েছে। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

সমস্ত আপৎকালীন ব্যবস্থার জন্য তৈরি রয়েছে প্রশাসন। আপাতত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এলাকা পরিদর্শন করা হচ্ছে বৃষ্টি কিছুটা ধরলে আবার নতুন করে বাধ মেরামতির ব্যবস্থা করা হবে। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *