দার্জিলিংব্রেকিং নিউজ

পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচনে ভোটগ্রহণ মিটল শান্তিপূর্ণ ভাবে

স্বপন পাল দার্জিলিং :- দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচনে ভোটগ্রহণ এখনো পর্যন্ত পাহাড় শান্তিপূর্ণ । তবে পাহাড়ের বিভিন্ন স্থান থেকে সকালে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় খবর পাওয়া গিয়েছিল ।কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র ভোট নিতে দেরি হয়েছে বলে জানা যায়। পাহাড়ে ভোট একটি ঐতিহ্য পূর্ণ এখানে পাহাড়বাসীরা এই ভোটকে উৎসব বলেই মনে করে। তবে এবার কিন্তু সেই দৃশ্য তেমন করে দেখা গেল না পাহাড়ের বিভিন্ন জায়গায়। পাহাড়ের চিরাচরিত পোশাক পরে ভোট দিতে আসতেন ভোটাররা সেই দৃশ্যটা এবার একেবারেই অদৃশ্য। সকালে কিছুটা ভোটারদের ভিড় থাকলেও সময় যত বাড়েছে ততই ভিড় অনেকটা পাতলা হয়ে এসেছে। কোথায় কোথায় ভোট দিতে আসা ভোটাররা সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরেছেন।জিটিএ নির্বাচনে কার্শিয়াংয়ের ভোটকেন্দ্রে ভোট দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। অন্যদিকে পানিঘাটা হাই স্কুলে ভোট দিয়ে বেরিয়ে এলেন রাজেন মুখিয়া নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।দার্জিলিংয়ের পেশক এলাকা থেকে নির্দল প্রার্থী জানালেন তার বক্তব্য। মোটের উপর সমস্ত পাহাড়ে শান্তিপূর্ণ ভোট চলছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটি ভোটে কেন্দ্র দেওয়া হয়েছে পুলিশ এবং সেই সঙ্গে আবেদন রাখা হয়েছে ভোট শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। দুপুর 12 টা পর্যন্ত জিপিএ তে ভোট হয়েছে 18%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *